দোভাষীতে উন্নিত হলো অ্যালেক্সা

১৫ ডিসেম্বর, ২০২০ ১৩:২১  
অ্যামাজনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সায় যুক্ত হয়েছে নতুন ফিচার। ডিভাইসটি এখন থেকে সরাসরি অনুবাদ বা দোভাষীর কাজ করতে পারবে। স্থানীয় সময় ১৪ ডিসেম্বর, অ্যামাজন এক ব্লগ পোস্টে জানিয়েছে, প্রাথমিক অবস্থায় এটি ইংরেজি, ফ্রান্স, জার্মান, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ বা পর্তুগিজ ভাষায় অনুবাদ করতে সক্ষম। এই ফিচারটি ব্যবহারের জন্য অ্যালেক্সাকে ভয়েস কমান্ডের মাধ্যমে বলতে হবে আপনি যে ভাষায় কথোপকথন অনুবাদ করতে চান। যেমন হিন্দিতে কথোপকথনের জন্য অ্যালেক্সাকে বলতে হবে 'অ্যালেক্সা, ট্রান্সলেট হিন্দি'। এসময় অ্যালেক্সা একটি 'বিপ' শব্দ করবে। এরপর শুরু করা যাবে সঙ্গে কথোপকথন। 'অ্যালেক্সা, স্টপ' কমান্ডটির মাধ্যমে শেষ করা যাবে কথোপকথন। শুধু কথা বলাই নয়, অ্যালেক্সার ইকো শো ডিভাইসে দেখা যাবে অনুবাদ হওয়া বাক্যের লাইনগুলোও। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের অ্যালেক্সা ব্যবহারকারীরা সহসাই এই ফিচারটি ব্যবহার করতে পারছেন না। আপাতত যুক্তরাষ্ট্রের অ্যালেক্সা ব্যবহারকারীরা এই ফিচারটির স্বাদ নিতে পারবেন। উল্লেখ্য, দোভাষীর এই ফিচার অ্যালেক্সা প্রথম নিয়ে আসলো এমন নয়। এর আগে ২০১৯ সালের শুরুর দিকে এমন ফিচারের সঙ্গে পরিচয় করে দেয় গুগল।